
যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।
এর আগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নতুন একটি প্রস্তাব দিয়েছিল। ইসরায়েল তাতে সম্মত হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছিল। এর পরিপ্রেক্ষিতে ২ মার্চ, রবিবার সকাল থেকে গাজায় সব ধরনের মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল।
মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘও এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করেছে।
তথ্যসূত্র:
1. LIVE: Israel keeps up Gaza blockade; Muslim nations endorse Egypt-led plan
– https://tinyurl.com/mpkr4waa