
আফগানিস্তানের গজনী শহরে রাস্তার স্ট্রিট লাইটিং প্রকল্প উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন, যার জন্য ৮.৯ মিলিয়ন আফগানি ব্যয় করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরের প্রধান সড়কগুলোতে আধুনিক আলোকসজ্জা স্থাপন করা হয়েছে, যা রাতের যান চলাচলকে আরও নিরাপদ করবে এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
গত ৭ মার্চ আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আলোকসজ্জার ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নাগরিকদের চলাফেরা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
শহরের বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি শুধু নিরাপত্তা বৃদ্ধিই নয়, বরং শহরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে, যা গজনিকে একটি আধুনিক শহরে পরিণত করতে সহায়তা করবে।
উল্লেখ্য যে, আফগানিস্তান জুড়ে রাস্তা উন্নয়ন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণসহ বিভিন্ন জনসেবামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে চলেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
ভিডিওটি ইউটিউব থেকে দেখুন:
তথ্যসূত্র:
1. Ghazni City Unveils New Street Lighting Project
– https://tinyurl.com/2sxch64j