পরিবেশ সংরক্ষণে ইমারতে ইসলামিয়ার বড় উদ্যোগ, ২ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

0
50

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইমারতে ইসলামিয়া প্রশাসন দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের প্রযুক্তিগত উপপরিচালক ড. জয়নুল আবেদীন হাফিযাহুল্লাহ ঘোষণা করেন, আগামী বছরে দেশজুড়ে ২০ লাখের বেশি গাছ রোপণ করা হবে।

গত ৭ মার্চ ইমারতে ইসলামিয়া প্রশাসনের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই বন সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও শহর সবুজায়নের মতো নানা পরিবেশবান্ধব প্রকল্প হাতে নিয়েছে।

ড. জয়নুল আবেদীন হাফিযাহুল্লাহ জানান, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচি শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষাই নয়, বরং কৃষি খাত ও বাস্তুসংস্থান উন্নয়নেও সহায়ক হবে।’

এছাড়া, প্রশাসন ইতোমধ্যে পানি সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নগর সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব উদ্যোগ আফগানিস্তানের পরিবেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. NEPA Aims to Plant Over Two Million Trees Next Year
– https://tinyurl.com/2u9utep3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম উদ্ধারে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন পাকিস্তানের