কাশ্মীরে আরও ছয় মুসলিমের সম্পত্তি জব্দ করল ভারতীয় পুলিশ

0
13

৭ মার্চ কাশ্মীর মিডিয়া সার্ভিসের একটি প্রতিবেদনে জানানো হয়, বিজেপি মনোনীত লেফটেন্যান্ট গভর্নর মিনহাজ সিনহার নেতৃত্বে ভারতীয় পুলিশ বান্দিপোরা জেলায় হুররিয়াত নেতা মুহাম্মদ আবদুল্লাহ মালিকসহ ফারুক আহমদ গণি, আব্দুল রশিদ দোই, সরফরাজ আহমদ, মুহাম্মদ আনোয়ার মীর এবং মুহাম্মদ ইউসুফ তুর্ক নামের ছয় কাশ্মীরি মুসলিমের সম্পত্তি জব্দ করেছে। এসব সম্পত্তির স্থানীয় বাজার মূল্য প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা।

ভারতীয় আদালতের আদেশ অনুযায়ী, এসব সম্পত্তির বিক্রি, লিজ বা অন্য যেকোনো লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের অধীনে নির্ধারিত কর্তৃপক্ষ বা পুলিশ ছাড়া এই সম্পত্তিগুলো আর ব্যবহার করা যাবে না।

এটি এমন সময় ঘটলো যখন, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিজেপি সরকার পাঁচ কাশ্মীরির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এছাড়াও, ১৩ ফেব্রুয়ারি শোপিয়ান জেলার এক মুসলিমের দুই তলা বাড়ি এবং ৪ মার্চ পুঞ্চ জেলায় চার কাশ্মীরি মুসলিমের বাড়ি অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় জব্দ করা হয়।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে কাশ্মীরির শত শত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে এই অভিযানগুলো চালানো হচ্ছে, যা কাশ্মীরিদের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার একটি চেষ্টা বলে মনে হচ্ছে।


তথ্যসূত্র:
1. Indian BJP authorities attach properties of six Kashmiris in IIOJK
– https://tinyurl.com/4aucysr5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম উদ্ধারে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন পাকিস্তানের
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নামে থাকা হলের নাম পরিবর্তন করেছে রুয়েট