ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী নতুন ছাত্র সংগঠন ‘বাগছাস’ এর কেন্দ্রীয় নেতার

0
83

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে ছাত্রদের গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।

শুক্রবার (০৭ মার্চ) রাতে সর্বপ্রথম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে অপুর বিপক্ষে চাঁদা দাবির এ অভিযোগ তুলে ধরে। পরে চাঁদা দাবির একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে।

ফোনালাপ থেকে শোনা যায়, দুই পক্ষের মধ্যে চাঁদার পরিমাণ নিয়ে কষাকষি চলছিল। প্রথমে অভিযুক্ত অপু ৫০ হাজার টাকা দাবি করে। প্রত্যুত্তরে ইন্টারনেট ব্যবসায়ী বলেন, এ পরিমাণ অনেক বেশি হয়ে যায়। অফিস দিতে পারবে না। এ সময় ব্যবসায়ী ২০ হাজার টাকা দিতে সম্মত হয়। পরে অভিযুক্ত অপু ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে, ‘দিতে পারলে, টাকা নিয়ে দেখা করবে।’

চাঁদা দাবির অভিযোগে সদস্যপদ স্থগিত হওয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।


তথ্যসূত্র:
১. ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, গছাসের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত
– https://tinyurl.com/5ycfzx2d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামীলীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ; আহত পুলিশ ও পথচারী শিশু
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার