
আফগানিস্তানের উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। এ চুক্তির মূল্য ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার।
চুক্তিতে বর্ণিত কার্যক্রমসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উদ্যোক্তা ও মৌলিক দক্ষতার বিকাশ, কার্পেট, গহনা ও হস্তশিল্পের বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাজার মূল্যায়ন, প্রয়োজনীয়ে সরঞ্জাম সরবরাহের পাশাপাশি দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সবজি প্রক্রিয়াজাতকরণে দরিদ্র পরিবারকে প্রশিক্ষণ প্রদান। এছাড়াও রয়েছে পেস্তাবাদাম প্যাকেজিং ও ব্র্যান্ডিং-এ প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান এবং ১৬টি প্রদেশে ৮টি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সোলার সিস্টেম স্থাপন ইত্যাদি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হালাল উপার্জন ও কাজে সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ। প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৃত মালিককে প্রাপ্য অধিকার প্রদান করা উচিত বলে তিনি উল্লেখ করেছেন।
দেশীয় উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র অর্থনীতি প্রতিষ্ঠাসহ উল্লেখযোগ্য সুবিধা তৈরিতে চুক্তিটি ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কাবুল, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, বালখ, কান্দাহার, লোগার, কুন্দুজ, বাগলান, বাদাখশান, বাদঘিস, ফারিয়াব, জাওযান, তাখার ও বামিয়ান প্রদেশের প্রায় ১৮ হাজার লোক উদ্যোগসমূহ থেকে সরাসরি উপকৃত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Ministry of Industry and Commerce Strengthens Entrepreneurship with New Agreements
– https://tinyurl.com/3x5hxnc7