আসাদ অনুগত সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই, নিহত বেড়ে ১৩০

0
101

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ভয়াবহ সহিংসতার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ৭ মার্চ, শুক্রবার রাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় ৬ মার্চ, বৃহস্পতিবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত। ওই এলাকাগুলোতে সিরিয়ার আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আসাদের ব্যাপক সমর্থন ছিল।

আসাদের পরিবারও সিরিয়ার সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের। প্রায় অর্ধশতাব্দী ধরে এই পরিবার সিরিয়া শাসন করেছে। যদিও সিরিয়ার জনসংখ্যার মাত্র ১০ ভাগ আলাওয়ি সম্প্রদায়ভুক্ত। আসাদের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও এখনো বহু আলাওয়ি সন্ত্রাসী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শুক্রবার জানিয়েছে যে, দুই দিনের লড়াইয়ে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী, বন্দুকধারী এবং বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ পোশাক পরা তরুণদের মাঝেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

এরপরই আলাওয়ি সম্প্রদায়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই হামলার ঘটনায় আসাদপন্থি অন্তত ১৬২ সন্ত্রাসীকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটি সরকার। এই তথ্য নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।

এদিকে, আলাওয়ি সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সন্ত্রাসীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন- ‘আপনারা সিরিয়ান বাহিনীর ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।’

এ অঞ্চলে দুই পক্ষের মধ্যে এর আগে কয়েকবার প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটলেও ৬ মার্চের ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।


তথ্যসূত্র:
1. Dozens reported killed as Syrian forces and pro-Assad fighters clash
– https://tinyurl.com/sn38e6k3
2.Syrian security forces execute 125 civilians in battle against Assad loyalists
– https://tinyurl.com/46dyr8xr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || শাবাব কর্তৃক সোমালিয়ার ৩টি শহর বিজয়ের নতুন ফুটেজ প্রকাশ
পরবর্তী নিবন্ধজন্মগত পুরুষকে (রূপান্তরকামী নারী) অদম্য নারী সম্মাননা দিল অন্তবর্তী সরকার