
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রান্সজেন্ডার নারীকে অদম্য নারী সম্মাননা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে কথিত অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ০৫ নারীকে সম্মাননা প্রদান করে। এই অনুষ্ঠানে ষষ্ঠ নারী হিসেবে জন্মগত পুরুষ পরবর্তীতে লিঙ্গ পরিবর্তন কারী মো: মুহিন (মুহিনা) কে সম্মাননা প্রদান করে। নারী হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এইদিকে জন্মগত এক পুরুষকে অদম্য নারী সম্মননা দেওয়ায় এই ঘটনার তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রূপান্তরকামী পুরুষকে নারীর ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া নারীর সম্মানের সাথে অবমাননা বলে দাবী করছেন অনেকে।
অনেকেই বলছেন, মুসলিম প্রধান বাংলাদেশে পশ্চিমা বস্তাপচা এলজিবিটিকিউ মতবাদকে স্বাভাবিকীকরণ করছে সরকার। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সামাজিকযোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
তথ্যসূত্র:
১.অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
-https://tinyurl.com/yc5up27c