
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রগ কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা।
শনিবার (০৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আসাদুলালাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছে। আর অভিযুক্ত সোহেল ফরাজী নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজী, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজী, রাজীব ফরাজী, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা। একপর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপরে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছে, আসাদুল্লাহ হাত ও পায়ের রগ কাটার পর ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা। এতে তার নাড়িভুঁড়ি বাহিরে বের হয়ে আসে। আশঙ্কজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নিত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়।
তথ্যসূত্র:
১. বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রগ কাটার অভিযোগ
– https://tinyurl.com/3sbkdz6v