আফগানিস্তানের সারেপুল প্রদেশে ৬৪টি বিদ্যালয়ের সংস্কার প্রকল্প অনুমোদন

0
2

আফগানিস্তানের সারেপুল প্রদেশে ৬৪টি বিদ্যালয়ের সংস্কার প্রকল্প অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়। প্রদেশটির কেন্দ্রীয় ও অন্যান্য জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।

এতে ব্যয় হবে ৫ লক্ষ ১২ হাজার ডলার। উক্ত প্রকল্পের উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত স্কুলসমূহের পুনর্বাসন ও শিক্ষার পরিবেশ উন্নত করা।

উল্লেখ্য যে, বিগত ৩ বছরে অসংখ্য নতুন বিদ্যালয় নির্মাণ ও পুরাতন স্কুল সংস্কার করেছে ইমারতে ইসলামিয়া সরকার। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তালিবান প্রশাসন।


তথ্যসূত্র:
1. سرپل کې ۶۴ ښوونځي بیارغول کېږي
– https://tinyurl.com/yc82eb8m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কাটল বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধবুরকিনায় সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: ২১ শত্রু সেনা হতাহত