টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, আহত ০৪

0
1

চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। শনিবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

রফিকুল তিতুদহ গ্রামের মৃত রহিম বকশের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল।

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে। এ সময় রফিকুলের বড় ভাই শফিকুল ইসলামসহ আরও চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

আহতরা হল- রফিকুলের বড় ভাই শফিকুল ইসলাম, একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, মৃত আবু বক্করের ছেলে আবদুল আলিম ও একই উপজেলার হুলিয়ামারী গ্রামের মৃত শরবত মণ্ডলের ছেলে আইনাল হক।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কয়েকদিন আগে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই জের ধরে শনিবার বেলা ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হয়।


তথ্যসূত্র:
১. টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
– https://tinyurl.com/4rpbjuy6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: ২১ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধফুটপাতের হকারকে মারধর করে মোবাইল ছিনিয়ে নিল ছাত্রদলের দুই নেতা