
গুজরাটে তারাবির নামাজের পর মুসলিমদের লক্ষ্য করে উগ্রবাদী হিন্দুদের পাথর নিক্ষেপ করে হামলার বিষয়ে মিডিয়াতে কথা বলায় যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবকের নাম সৈয়দ মেহেদী হাসান। তিনি ওই হামলার কথা গণমাধ্যমের কাছে বলেছিলেন।
শনিবার (০৮ মার্চ) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম মুসলিম মিরর।
তারাবির নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সাথে সাথেই হামলা করে একদল উগ্রবাদী হিন্দু। তারা প্রথমে ছাদ থেকে পাথর নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার হুমকি দেয়। এসময় তার উগ্র হিন্দুত্ববাদী স্লোগান ‘জয় শ্রীরাম’ ও মুসলিমদের লক্ষ্য করে আক্রমণাত্মক স্লোগানও দেয়।
সেই ঘটনার বিস্তারিত বিবরণ মেহেদী হাসান নামক ওই মুসলিম যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে শেয়ার করে। সেখানে তাকে বলতে দেখা যায় উগ্রবাদী হিন্দুরা প্রথমে বাসার ছাদ থেকে পাথর নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দ্বারা হামলা করে।
উগ্রবাদী হিন্দুদের হামলার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও গুজরাট পুলিশ সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো অভিযোগ তুলে তাকে গ্রেফতার করে।
তথ্যসূত্র:
1. Ahmedabad police arrest Syed Hussain for speaking to media about attack after Taraweeh
– https://tinyurl.com/3rfbfbbx
2. Video: https://tinyurl.com/ybtc945k