চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখম করলো যুবদল নেতা

0
14

ভোলার চরফ্যাশনে চাঁদা না পেয়ে মিহাদ নামের এক প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই যুবদল নেতা পলাতক রয়েছেন। সোমবার (৩ মার্চ) ভুক্তভোগীর বাবা বাবা মাকসুদুর রহমান বাদী হয়ে ওই যুবদল নেতার বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা করেছে।

জানা গেছে, ওই যুবদল নেতার নাম মনির। সে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার (৮ মার্চ) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মিহাদ গণমাধ্যমকে জানিয়েছে, তিনি একজন সৌদি আরব প্রবাসী। সম্প্রতি সে প্রবাস থেকে দেশে ফিরেছে। দেশে আসার পর থেকেই যুবদল নেতা মনির তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকে জানালেও কোনো সুরাহা হয়নি। এতে ক্ষিপ্ত যুবদল নেতা আরও বেপরোয়া হয়ে উঠে। ১ মার্চ রাতে তিনি স্থানীয় চেয়ারম্যান বাজারে গেলে ওই যুবদল নেতার নেতৃত্বে মো. হোসেন ও মো.সুমন তার গতিরোধ করে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় তাকে চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত মনির তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।


তথ্যসূত্র:
১. চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা
– https://tinyurl.com/3zvfvr7w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার উপর তলোয়ার হাতে হামলাকারী সেই যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধইয়াবাসহ আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক