
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে ইমারতে ইসলামিয়ার নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়। উক্ত মন্ত্রণালয়ের প্রাদেশিক প্রধান মৌলভী মোহাম্মদ তাহির সাইফ আল জিহাদ জানান, প্রদেশটিতে নগর উন্নয়ন সংক্রান্ত সংশোধিত পরিকল্পনায় প্রায় ৬০ লাখ ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, পূর্বের পরিকল্পনায় আধুনিক নগরী গড়ে তোলার প্রয়োজনীয় অবকাঠামো সম্পৃক্ত ছিল না। তাই স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নতুন একটি কাঠামো তৈরি করা হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পৌরসভার সমন্বয়ে এ পরিকল্পনা বিকাশ লাভ করেছে।
অনুমোদিত প্লানে ২১৬টি বাজার, ৮টি শাখা সড়ক, মসজিদ, পাবলিক টয়লেট, জলাধার, ১টি আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় নগর সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিনিয়োগকারীগণ। প্রদেশের উন্নয়নে বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছেন বলে তারা আগ্রহ ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে, অনিয়ন্ত্রিত নগর সম্প্রসারণ রোধে কাঠামোগত ও সুপরিকল্পিত উন্নয়নের দিকে মনোনিবেশ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।
তথ্যসূত্র:
1. $6M Project Targets Urban Development
– https://tinyurl.com/yc6ncmux