
গত ৭ মার্চ পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ‘ইসলামি মাজহাবসমূহের মধ্যে সেতুবন্ধন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন আইনমন্ত্রী শেখ আব্দুল হাকিম শারাঈ হাফিজাহুল্লাহ। আন্তর্জাতিক মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল বহির্বিশ্বের মুসলিমদের সঙ্গে ধর্মীয় সংযোগ বৃদ্ধি ও মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। এতে ৯০টি দেশের বিশিষ্ট ইসলামি স্কলার, মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ দিনে আব্দুল হাকিম শারাঈ হাফিজাহুল্লাহ আফগানিস্তানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন। তিনি সৌদি সরকার ও ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) সফলভাবে সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আফগানিস্তানের সরকারিভাবে অনুসৃত মাজহাব হানাফি হলেও আমরা সব ইসলামি মাজহাবের ইমাম, আলেম ও অনুসারীদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদান করি।
এই সময় তিনি ইসলামি মাজহাবসমূহের আলেম ও নেতাদের মধ্যে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ সাধারণ লক্ষ্যসমূহে ঐকমত্যের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, সেগুলোর মোকাবিলায় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়ার মাধ্যমে আমরা ইসলামি ঐতিহ্য ও মূল্যবোধ টিকিয়ে রাখতে পারব।
আব্দুল হাকিম শারাঈ হাফিজাহুল্লাহ তার বক্তব্যের একপর্যায়ে আমিরুল মুমিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লার পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে একটি বিশেষ বার্তা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে আমিরুল মুমিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিজাহুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে আমাদের যে দায়-দায়িত্ব রয়েছে, তা আমরা পালন করছি না। অথচ এটি মুসলিম উম্মাহর সম্মিলিত বিষয় এবং আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘হে উলামা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজন! আপনারা জাতির শ্রেষ্ঠজন ও মুসলিম বিশ্বের বাছাইকৃত নেতৃত্ব। আমি আপনাদের আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা কোনোদিন ফিলিস্তিন ইস্যুতে আমাদের আবশ্যিক দায়িত্ব সঠিকভাবে পালন করিনি, একদিনের জন্যও নয়। তাই আমরা মহান আল্লাহর কাছে, তাঁর মনোনীত রাসূলের (ﷺ) কাছে এবং ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সম্মেলনে অংশগ্রহণকারী ইসলামি নেতৃবৃন্দও মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং ফিলিস্তিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. Acting Justice Minister Advocates for Unity Among Islamic Sects at International Conference in Mecca
– https://tinyurl.com/bdf6p8py
2. معالي وزير العدل في أفغانستان، المولوي عبد الحكيم شرعي، في افتتاح النسخة الثانية من مؤتمر بناء_الجسور_بين_المذاهب الإسلامية:
– https://tinyurl.com/nej6875r