
নোয়াখালীর কবিরহাটে কলেজশিক্ষার্থী মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সঞ্জয় রায় (২৫) নামে এক হিন্দু যুবক।
শুক্রবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মিজানুর রহমান মিজানের (৫৫) মাথায় অপারেশন করার পর তিনি এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আহত মিজানের ছোট ভাই ফরিদ গণমাধ্যমকে জানিয়েছেন, তার ভাইয়ের বড় মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন আগে বাড়ি ফেরার পথে সঞ্জয় তার গতিরোধ করে এবং হাত ধরে টানাটানি করে। মেয়েটি ভয়ে এ বিষয়ে বাড়িতে কিছু না বললেও ওই দিনের পর থেকে সঞ্জয় তাকে টানা উক্ত্যক্ত করতে থাকে। সম্প্রতি সঞ্জয় মেয়েটির বাড়িতে তার বসতঘরের জানালার সামনে দাঁড়িয়ে অশ্লীল কথা বলছিল এবং জানালায় ধাক্কা দিচ্ছিল। মেয়েটির দাদী এটা বুঝতে পেরে ঘরের বাইরে এসে সঞ্জয়কে হাতেনাতে ধরে। কৌশলে সেসময় সঞ্জয় পালিয়ে যায়।
ফরিদ আরও জানান, শুক্রবার সঞ্জয়দের বাড়িতে গিয়ে এ ঘটনা তার (হিন্দু যুবকের) বাবাকে জানান মিজান। এটা দেখে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে চাইনিজ কুড়াল নিয়ে মিজানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে সঞ্জয়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে ফরিদও আহত হয়েছেন।
তথ্যসূত্র:
১. মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম
– https://tinyurl.com/2enetcy2