ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান ডাকাতি; ছুরির আঘাতে নিহত ব্যবসায়ী

0
3

ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক দিলীপ দাস (৫২) নিহত হয়েছে।

রোববার (০৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম গণমাধ্যমকে বলেন, রাতে তারাবির নামাজের সময় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিল। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিল। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তখন ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

তিনি বলেন, পরে চারজন দুর্বৃত্ত দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় দোকান মালিকের স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়েছিল। তার শরীরে রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেওয়ার সময়েই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।


তথ্যসূত্র:
১. আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত
– https://tinyurl.com/mwbfcwnn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম করলো হিন্দু যুবক
পরবর্তী নিবন্ধচারদিন পরেও মুক্তি মেলেনি আরাকান আর্মি কর্তৃক অপহৃত ১১ জেলের; আতঙ্কিত পরিবার