
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে ৪ দিনেও দেশে ফেরেনি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের পরিবার। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
বন্দি জেলেদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বাসিন্দাও রয়েছেন। এ সময় তাদের দুটি ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বন্দি বাংলাদেশি জেলেরা হলেন- আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০); যারা কক্সবাজার, টেকনাফ কায়ুকখালি ঘাট ও শাহপরীর দ্বীপের বাসিন্দা।
এছাড়া নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭), সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ট্রলার মালিকরা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে।
তথ্যসূত্র:
১. চার দিন ধরে আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে, আতঙ্কে পরিবার
– https://tinyurl.com/42nm67xa