
যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের দুর্ভোগ আরও বাড়াতে এবার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করার পর এবার দখলদার ইসরায়েলি প্রশাসন গাজার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হামাসের ওপর চাপ সৃষ্টি করার একটি অপকৌশল, যা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ নিয়ে আলোচনাকে প্রভাবিত করতে পারে।
গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপরই দখলদার ইসরায়েল গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। এবার বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গাজায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকে।
ভিডিও বার্তায় ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছে, ‘‘আমি আজ গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আদেশে স্বাক্ষর করেছি। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধের পরের দিন থেকেই গাজায় হামাসের অস্তিত্ব না থাকার বিষয়টি নিশ্চিতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব।’’
গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ইসরায়েলি সিদ্ধান্তের পুরো প্রভাব তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে উপত্যকায় বিশুদ্ধ পানির সব প্ল্যান্ট ইসরায়েলি বিদ্যুতে পরিচালিত হয়।
ফিলিস্তিনের এই উপত্যকায় এক সপ্তাহ আগে সব ধরনের খাবার সরবরাহের ওপর অবরোধ আরোপ করে ইহুদিবাদী দখলদার পক্ষ। এরপর ২০ লাখের বেশি মানুষের এই উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি মন্ত্রী।
গাজার সাধারণ জনগণের জন্য এই পদক্ষেপ চরম সংকট সৃষ্টি করবে। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় হাসপাতালগুলোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। আন্তর্জাতিক মহল এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক সংকট রোধে অবিলম্বে গাজায় বিদ্যুৎ ও প্রয়োজনীয় সরবরাহ পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র:
1. LIVE: Israel cuts off Gaza electricity supply ahead of truce talks
– https://tinyurl.com/3j4ah93t
2.Israel cuts off Gaza electricity supply as truce talks are set to resume
– https://tinyurl.com/mrxjyeyd