
আফগানিস্তানের পারওয়ান পুলিশ সেন্টারে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন সর্বমোট ২৬৩ জন পুলিশ কর্মকর্তা। প্রশিক্ষণে কর্মকর্তাগণ ঈমান ও আদর্শগত এবং পেশাগত বিষয়ে জ্ঞান লাভ করেছেন।
প্রশিক্ষণ সেন্টারের প্রেস অফিসার আব্দুল মনির মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, এ কর্মকর্তাগণ পারওয়ান, কাপিসা ও পাঞ্জশির প্রদেশের অন্তর্গত। আদর্শিক প্রশিক্ষণ ছাড়াও কর্মকর্তাগণ কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতা, চেকপয়েন্ট ব্যবস্থাপনা এবং পেশাদার আচরণের দিক-নির্দেশনা লাভ করেছেন।
বিগত ৩ বছরে ৭ হাজার ১৩৫ জন পুলিশ অফিসার তৈরি হয়েছে এ প্রশিক্ষণ কেন্দ্রে, যা উক্ত কেন্দ্রের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। প্রশিক্ষণ পরবর্তী এ কর্মকর্তাদের পারওয়ান ও অন্যান্য প্রদেশে মোতায়েন করা হয়েছে। তারা দেশব্যাপী নিরাপত্তা বিধান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তথ্যসূত্র:
1. Parwan Trains 300 New Police Officer
– https://tinyurl.com/y3b4vfsz