আফগান-চীন সংযোগ স্থাপনকারী ওয়াখান করিডোর নির্মাণ প্রকল্পের ২য় পর্যায়ের কাজ শুরু

0
50

ওয়াখান করিডোর সড়ক আফগানিস্তানের বাদাখশান প্রদেশকে চীনের সাথে সংযুক্ত করার লক্ষ্যে একটি মৌলিক অবকাঠামো প্রকল্প। সম্প্রতি উক্ত প্রকল্পের ২য় পর্যায়ের কাজ শুরু করা হয়েছে।

এ পর্যায়ে ব্যবহারিক কাজের দায়িত্ব ১টি বেসরকারি সংস্থাকে প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ বলেন, এ পর্যায়ে ৭১ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পটির ১ম পর্যায়ে ৫০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিল, ১ম পর্যায়ের প্রধান কাজসমূহ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ওয়াখান করিডোর মধ্য এশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য ও ভ্রমণের সংক্ষিপ্ত পথ হিসেবে কাজ করবে, যা উক্ত অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য যে, ক্ষমতা গ্রহণের পর থেকেই ওয়াখান করিডোরের মতো মেগা অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করাকে অগ্রাধিকার দিয়ে আসছে ইমারতে ইসলামিয়া সরকার, যার উদ্দেশ্য হল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সমৃদ্ধি বৃদ্ধি করা।


তথ্যসূত্র:
1. Wakhan Corridor Road Construction Enters 2nd Phase
– https://tinyurl.com/5bked5bm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মসজিদের গেট ভেঙে মুসলমানদের ওপর হামলা
পরবর্তী নিবন্ধইয়েমেনে দুটি শত্রু অবস্থান লক্ষ্য করে মুজাহিদদের ড্রোন হামলা