সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

0
186

গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছে, তারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ইসরায়েলিদের তাৎক্ষণিক মুক্তির দাবি তুলেছে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, তেল আবিবে হোস্টেজেস স্কয়ারে ১০ মে, শনিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। একই সময় জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছে। শাই মোজেস নামে এক সাবেক জিম্মির স্বজন বলেছে, হাবিমা স্কয়ারের বিক্ষোভ করছি। কারণ, ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

আল জাজিরার সাংবাদিক হামদা সালহুত গাজায় এখনো বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাকে জিম্মিদের স্বজনরা বলেছে, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে আপস করতে ইচ্ছুক নয়। গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছে। ২১ জনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এবং তিনজনের ভাগ্য এখনো অজানা।

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারা বলছে, তারা গাজায় তাদের অভিযান সম্প্রসারণ করবে এবং এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তির দিকে আগানোর পরিকল্পনা করছে না। তারা বলছে, ‘জিম্মিদের মুক্তির জন্য সামরিক উপায়ই সবচেয়ে ভালো।’ কিন্তু জিম্মিদের পরিবারের সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ সামরিক বাহিনীর এ নীতি সমর্থন করছে না।

নেতানিয়াহু সোমবার গাজায় নতুন অভিযান ঘোষণার পর, ‘Hostages and Missing Families Forum’ এক বিবৃতিতে এই পরিকল্পনার সমালোচনা করে জানিয়েছে, এতে গাজায় আটক বন্দিদের ‘বলিদান’ দেওয়া হচ্ছে।

হারেৎজ আরও জানিয়েছে, ইসরায়েলের অন্যান্য শহর যেমন জেরুজালেম, হাইফা ও বিয়ারশেবাসহ দেশের আরও অনেক স্থান ও সড়কচৌরাস্তায় একই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে।


1. Israeli protesters in Tel Aviv demand an end to war on Gaza
– https://tinyurl.com/4pxa7vwp
2. ‘Total Defeat’: Hostage Families Warn of Israel’s Sidelined Regional Role as Thousands Protest
– https://tinyurl.com/3ce2c646

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের মধ্যেই বর্বর ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১
পরবর্তী নিবন্ধসহিংসতার শিকল ভেঙে আফগান সমাজে শান্তি ফিরিয়ে আনছে ইমারতে ইসলামিয়া