
২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু শহীদ হয়েছে। এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শহীদ শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সন্ত্রাসী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। ১ আগস্ট, শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, শহীদ শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারে প্রারম্ভে। কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই বর্বর ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে।
তথ্য অনুযায়ী, শহীদদের মধ্যে ৯ নবজাতক জন্মদিনেই, ৫ জন প্রথম দিনে, ৫ জন দ্বিতীয় দিনে এবং ৮ জন তৃতীয় দিনে শহীদ হয়। মন্ত্রণালয় আরও জানায়, শহীদ শিশুদের মধ্যে ১ মাস বয়সী ৮৮ জন, ২ মাস বয়সী ৯০ জন এবং ৩ মাস বয়সী ৭৮ জন ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে দখলদার ইসরায়েল গাজায় লাগাতার সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।
এদিকে, খোদ ইসরায়েলের মানবাধিকার সংস্থা ‘বি’সেলেম’ এবং ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল’ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। তারা অভিযোগ করে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করছে এবং এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে ফেলছে।
1. Over 18,500 children killed by Israel in Gaza since October 2023: Health Ministry
– https://tinyurl.com/3nb37bsw


