ভারতের সেনাবাহিনী সংশ্লিষ্ট মুসলিম পরিবারকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হিন্দুত্ববাদীদের হামলা

0
45

পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে এক মুসলিম পরিবারকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে হামলা চালিয়েছে, এ সময় পুলিশের সহযোগিতায় দশজন পুরুষকে আটক করেছে। এই পরিবারের কয়েকজন সদস্য ভারতীয় সামরিক ইতিহাসের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আজ তাদের বহিরাগত ও বাংলাদেশি আখ্যায়িত করে হামলা করা হয়।

গত ৩১ জুলাই বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, পুনের চন্দন নগর এলাকায় দীর্ঘদিন বসবাসরত এই পরিবারের নঈমুল্লাহ শেখ নামে একজন সদস্য ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের একজন ভুক্তভোগী সৈনিক। তার ভাই সুবেদার সেলিমও একই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরিবারের পরবর্তী প্রজন্মের ল্যান্স নায়েক হাকিমুদ্দিন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াই করার পাশাপাশি জাতিসংঘের কথিত শান্তিরক্ষা মিশনে ভারতের প্রতিনিধিত্ব করেছিল।

খবরে বলা হয়, পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা গত ২৬ জুলাই রাতে ওই পরিবারের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাদের আটকের ঘটনাটি ঘটায়। পরিবারের সদস্য নবাব আলী শেখ জানান, প্রায় ৭০ জনের একটি দল তাদের বাড়ির দরজায় কড়া নাড়ার পর জোরপূর্বক প্রবেশ করে এবং ‘বাংলাদেশি ও রোহিঙ্গা’ বলে অভিযোগ আনে। পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র দেখানোর পরেও তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় পুলিশের সহযোগিতায় উগ্রপন্থীরা দশজন পুরুষকে গ্রেফতার করে এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে চন্দন নগর থানায় নিয়ে যায়। সেখানে তাদের থেকে আরও নথিপত্র সংগ্রহের নির্দেশ দেয়া হয় এবং ভোর পর্যন্ত আটক রাখা হয়। পরবর্তী দিনে পরিবারের সদস্যরা নথিপত্র নিয়ে থানায় গিয়ে মৌখিক ছাড়পত্র পান, তবে তাদের নথিপত্র আর ফেরত দেওয়া হয়নি।

পুলিশ পরিদর্শক সীমা ঢাকনে জানায়, অভিযানে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা উপস্থিত ছিল এবং পুলিশ কেবল অবৈধ অভিবাসীদের তদন্ত করছিল। মুসলিম পরিবারের সদস্যরা বলছেন, তারা ভারতীয় নাগরিক, তবে মুসলিম হওয়ায় তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

উল্লেখ্য যে, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয় মুসলিমদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে অভিহিত করে তাদের উপর হামলা, উচ্ছেদ, হত্যা ইত্যাদি নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1. Muslim Kargil war veteran and family harassed in Pune, accused of being ‘Bangladeshis’
– https://tinyurl.com/3eapnjh8
2. Muslim war veterans’ family branded ‘Bangladeshi’ by Hindu mob in India
– https://tinyurl.com/5cnc89xp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল জাজিরার আরবি বিভাগের প্রধানের সঙ্গে আফগান রাষ্ট্রদূতের বৈঠক
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম ছাত্রকে পিটিয়ে শহীদ করে আনন্দ উদযাপন করলো হিন্দুত্ববাদীরা