
খাগড়াছড়ির পানছড়িতে জেমসিং ত্রিপুরা (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে দু’টি ছাগল জব্দ করা হয়। পরে তাকে আইনি ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটক জেমসিং ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, (বৃহস্পতিবার) দুপুরে জেমসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। সে লোগাং বাজার থেকে দু’টি ছাগল কিনে ভারতে ফেরার পথে খাগড়াছড়ি বিজিবির বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে গ্রেফতার করে।
তথ্যসূত্র:
১. খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক গ্রেফতার
– https://tinyurl.com/ymbscv2e


