১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ইমারতে ইসলামিয়ার যুগান্তকারী চুক্তি স্বাক্ষর

0
46

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার শক্তি ও পানি সম্পদ মন্ত্রণালয়। গত ২ আগস্ট বেসরকারি প্রতিষ্ঠান আজিজি গ্রুপের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল্য ১০০০ কোটি আফগানি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ এবং শক্তি ও পানি সম্পদ মন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ।

দেশের বিদ্যুৎ শক্তি খাতে একটি বড় মাইলফলক হিসেবে এই চুক্তির প্রশংসা করেছেন কর্মকর্তাগণ। উক্ত চুক্তি স্বাক্ষরকে আফগানিস্তানের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ ও ‘উল্লেখযোগ্য অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রী মনসুর হাফিযাহুল্লাহ।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে তালিবান সরকার বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষত শক্তি উৎপাদন ও জনকল্যাণে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। নাগরিক ও বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা প্রদানে ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশী-বিদেশি উভয় সংস্থাকে আফগানিস্তানে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানান।

আজিজি গ্রুপের প্রতিনিধি জানান, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিদ্যমান গ্যাস, কয়লা, পানি, বায়ু ও সৌর উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল আগামী ৭ থেকে ১০ বছরের মধ্যে বিদ্যুৎ শক্তি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং প্রতিবেশি দেশসমূহে বিদ্যুৎ রপ্তানি আরম্ভ করা।

১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৪ হাজার মেগাওয়াট জনসাধারণের ব্যবহারের জন্য এবং ৬ হাজার মেগাওয়াট শিল্প খাতে ব্যবহারের জন্য বরাদ্দ দেয়া হবে। যা দেশের শিল্প কারখানা কার্যক্রম ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উক্ত প্রতিষ্ঠানের কারিগরি দল আগামী ৬ মাসের মধ্যেই সাইট সার্ভে ও প্রকল্পের নকশা চূড়ান্ত করবে। প্রথম ধাপে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অতি শীঘ্রই শুরু করা হবে।


তথ্যসূত্র:
1. Landmark $10B Contract to Develop Afghanistan’s Power Infrastructure
– https://tinyurl.com/2hbvpdsv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাহেল অঞ্চলে মুহাররম মাস জুড়ে আল-কায়েদার ৮১টি সামরিক অপারেশন: জান্তা ও রাশিয়ার ৫০৮ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার বাহিনীর দমন-পীড়ন অব্যাহত, আরও ৫ যুবক শহীদ