আড়িয়াল খাঁ নদের ভাঙন অব্যাহত; ঝুঁকিতে কোটি টাকায় নির্মিত সেতু

0
36

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে পানি বেড়ে দুই সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। স্রোতের তাণ্ডবে হুমকির মুখে পড়েছে লিটন চৌধুরী সেতু। কোটি টাকার নির্মিত সেতুটির দক্ষিণপাশে ভাঙন দেখা দিয়েছে। নদীশাসন বাঁধ না থাকায় বর্ষার শুরুতেই এমন ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

শিবচরের পশ্চিমাঞ্চলের প্রধান (উৎরাইল-শিবচর) সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত নয়াবাজার পাড়ের দক্ষিণ পাশে এই ভাঙন দেখা দিয়েছে। সেতুর একটি পিলারের কাছাকাছি বেশ কিছু জায়গা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, আড়িয়াল খাঁ নদ এ বছর বর্ষার শুরুতে যেন আগের যেকোনো সময়ের তুলনায় আরো ভয়ংকর রূপ ধারণ করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোতের তীব্রতা। নদের ভাঙন সেতুর গোড়ার মাটি কেড়ে নিচ্ছে প্রতিদিন। নদে পানি বাড়লে ভাঙন আরো বাড়তে পারে। ফলে সেতুটি হুমকির মুখে রয়েছে।

জরুরি ভিত্তিতে ভাঙনরোধের ব্যবস্থা না নিলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।


তথ্যসূত্র:
১. আড়িয়াল খাঁ নদের ভাঙন অব্যাহত, হুমকিতে কোটি টাকার সেতু
– https://tinyurl.com/mbrjxtx3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্মদিবসে রাজধানীতে দুই দলের সমাবেশ; তীব্র যানজটে ভোগান্তিতে পরীক্ষার্থীরা ও সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধমামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা