আল-আকসা প্রাঙ্গণে দখলদারদের হানা, নাচ-গানের নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলি মন্ত্রী

0
114

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের চরমপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

৩ আগস্ট, রবিবার অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল দলের নেতৃত্ব দেয় সে। এক ‘স্মরণসভায়’ মিলিত হয়ে তারা গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়।

জেরুজালেম ইসলামিক ওয়াকফের মতে, কমপক্ষে ১ হাজার ২৫১ জন অবৈধ বসতি স্থাপনকারী সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তালমুদিক আচার-অনুষ্ঠান চালায়। ওয়াফা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ছিল লিকুদ আইনপ্রণেতা অমিত হালেভি এবং বেন-গভির।

ফিলিস্তিনি কর্মকর্তারা কট্টর ইহুদিদের এই কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক ও ধর্মীয় উস্কানির নজিরবিহীন বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন।

জেরুজালেম গভর্নরেট এই বৃহৎ পরিসরে সংগঠিত অনুপ্রবেশের ‘স্পর্শকাতরতা’ সম্পর্কে সতর্ক করে এটিকে আল-আকসা মসজিদের পবিত্রতা এবং ফিলিস্তিনিদের অধিকারের ‘পরিকল্পিত লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। এই অনুপ্রবেশের সময় মুসল্লিসহ স্থানীয় সাংবাদিক এবং আল-আকসা রক্ষীদের ওপর আক্রমণও চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে।

প্রাঙ্গণের ভেতর থেকে এক বিবৃতিতে দখলদার ইসরায়েলি মন্ত্রী বেন-গভির বলেছে, ‘টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং আমরা এখানে চিরকাল থাকব।’ মধ্যরাতের পর জেরুজালেমের পুরাতন শহরজুড়ে বেন-গভিরের নেতৃত্বে আরেকটি অবৈধ বসতি স্থাপনকারী পদযাত্রার কয়েক ঘণ্টা পরেই আল-আকসায় অনুপ্রবেশের ঘটনা ঘটে।

জেরুজালেম গভর্নরেট এই বছরের ইহুদি ‘আচার-অনুষ্ঠানকে’ আল-আকসার জন্য ‘সবচেয়ে বিপজ্জনক দিনগুলোর মধ্যে একটি’ হিসাবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি সরকারের পূর্ণাঙ্গ সংযোগ মসজিদের ধর্মীয় ও আইনি মর্যাদা পরিবর্তনের প্রচেষ্টাকে উৎসাহিত করছে।


তথ্যসূত্র:
1. Far-right Israeli minister leads mass illegal settler incursion into Al-Aqsa Mosque
– https://tinyurl.com/yd3jrvwt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে মোটরসাইকেলযোগে ১৬ বিদেশি পর্যটকের আগমন: শান্তি ও পর্যটনের নতুন দিগন্তে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসোমালিয়া || আফগুয়ের উপকণ্ঠে শাবাবের দ্বিতীয় দিনের অভিযানে অন্তত ৩১ উগান্ডান সৈন্য হতাহত