
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) এর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ‘সমন্বয়ক’ আজমল হোসেন উপজেলার নদী পথে নৌকা আটকে চাঁদাদাজি মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।
আটক অপর আসামিরা হল, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আ: সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আ: মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।
তথ্যসূত্র:
১. সিলেটে নৌপথে চাঁদাবাজি, র্যাবের জালে ‘সমন্বয়ক’সহ ৭ জন
– https://tinyurl.com/yc6zz38h


