
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজউদ্দিন হাক্কানি বলেছেন, তারা সেই স্বাধীনতাকে স্বীকৃতি দেন যা ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক নয়।
গত ১৫ আগস্ট হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে জানায়, ইমারতে ইসলামিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তিনি জানান, আফগানদের জিহাদ কখনও ব্যক্তিগত খ্যাতি অর্জনের জন্য ছিল না, বরং এর প্রকৃত উদ্দেশ্য ছিল বিদেশি দখলদারিত্বের অবসান ঘটানো এবং দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, ইসলামবিরোধী নয় এমন স্বাধীনতার প্রতি ইমারতে ইসলামিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো পরিস্থিতিতে সেই আদর্শ রক্ষা করা হবে।
এ সময় আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়ে হাক্কানি বলেন, এই গৌরবের দিনটি যেন বিনয়ের সঙ্গে উদযাপন করা হয় এবং অতীতের ত্যাগ-তিতিক্ষাকে যেন কেউ ভুলে না যায়। তিনি মনে করিয়ে দেন যে, স্বাধীনতা অর্জন কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি দীর্ঘ পথচলার সূচনা মাত্র। সেই পথচলায় ধৈর্য, সহনশীলতা ও ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন।
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় বা বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের জন্য ইমারতে ইসলামিয়া প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, মুজাহিদরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতা লড়াইয়ের মাঠে প্রমাণ করেছে। আফগানিস্তানের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
তথ্যসূত্র:
1. کورنیو چارو وزیر: هغه ازادي منو چې اسلام سره ټکر کې نه وي
– https://tinyurl.com/aeede48m


