ঢাবিতে কালচারাল ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি শিক্ষার্থীদের

0
61

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর কারণে দেশের অনেক শিল্পী, গায়ক, সংবাদকর্মী, অভিনেতা, মডেলসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে বয়কট করা হয়েছে। তাদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

এ আয়োজন সংবলিত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে লেখা, ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’; ‘ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেল ৫.০০ টায় কালচারাল ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি হয়েছে’।

এছাড়া, পোস্টারে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া ব্যক্তিদের নামসহ ছবি যুক্ত করা হয়। এতে গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরশ খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওনের নাম দেখা যায়। এর বাইরেও আরও অনেককে কালচারাল ফ্যাসিস্ট আখ্যায়িত করে বয়কটের ডাক দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


তথ্যসূত্র:
১. ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ করবে বিক্ষুব্ধরা
– https://tinyurl.com/msuazm9x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্রীর শরীরে অশোভন স্পর্শ ও যৌন হেনস্তা করল রাবি’র এক হিন্দু শিক্ষক
পরবর্তী নিবন্ধআ.লীগকে ফেরাতে এবং দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে পান্না