সোমালিয়ায় শাবাবের অভিযানে ২ অফিসার গুলিবিদ্ধ: আহত ৭ শত্রু সেনা

0
88

সোমালিয়ার বে রাজ্যে সক্রিয় আশ-শাবাব মুজাহিদিনরা হুদুর শহরের উপকণ্ঠে এবং রাজধানী মোগাদিশুতে শত্রু বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি তীব্র এবং ধারাবাহিক আক্রমণ চালিয়েছেন। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য ও অফিসার হতাহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, মুজাহিদিনরা গত ১৬ আগস্ট শনিবার, হুদুর শহরের উপকণ্ঠে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। পরিকল্পনা অনুযায়ী মুজাহিদদের পরিচালিত এই অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৭ সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে ২ সৈন্যের অবস্থা গুরুতর ছিলো।

মুজাহিদিনরা এদিন মোগাদিশুর উপকণ্ঠে গারাস-বালি এলাকায় শত্রু বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে একটি প্রচণ্ড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছেন। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীতে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

এমনিভাবে মোগাদিশুর ওয়াদাজির জেলায় এদিন শাবাব মুজাহিদিনরা একটি টার্গেট কিলিং অপারেশন পরিচালনা করেন। মুজাহিদিনরা এই অভিযানের মাধ্যমে শহরে মোগাদিশু প্রশাসনের একজন ২-তারকা বিশিষ্ট দুজন অফিসারকে কাছ থেকে গুলি করেন। এতে আবদি হাসান সিকো নামে এক অফিসার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য অফিসার গুরুতর আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yhud82x7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আরও ৫৯১ জন মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রেরণ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩৪ তলা বিশিষ্ট ভবনের নকশা অনুমোদন