কাশ্মীরে আরও দুই মুসলিম ব্যক্তির সম্পত্তি জব্দ করলো দখলদার ভারত

0
29

ভারতের দখলীকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ (বর্তমানে অনন্তনাগ) এবং বারামুল্লা জেলায় আরও দুই কাশ্মীরি নাগরিকের কৃষিজমি জব্দ করেছে দখলদার প্রশাসন।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা গেছে, ভারতীয় দখলদার বাহিনী কথিত বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে গত ১৯ আগস্ট বিজবেহারার গুড়ি এলাকায় আদিল হুসেন থোকার নামে এক ব্যক্তির একটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। একইদিন বারামুল্লা জেলার আসিফ মকবুল দার ও মুহাম্মদ মকবুল দার নামে দুই ভাইয়ের থাকা ৩ কানাল ১৮ মারলা কৃষিজমিও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিল করার পর থেকে কাশ্মীরজুড়ে জমি ও সম্পত্তি বাজেয়াপ্তের হার ক্রমাগত বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ নাগরিকদের মধ্যে ভয়ভীতি ছড়ানো এবং জমি থেকে উচ্ছেদ করে কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনের আকাঙ্ক্ষা দমন করতে চাচ্ছে দখলদার ভারত।

উল্লেখ্য যে, এর আগেও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় শতাধিক ব্যক্তির জমি ও সম্পত্তি জব্দ করা হয়েছে, যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তবে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে তেমন কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি, যা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।


তথ্যসূত্র:
1. Indian police attach property of two more Kashmiris in IIOJK
– https://tinyurl.com/y6jsja29

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সাংবাদিকদের উপর ইসরায়েলি গণহত্যা: দুই বছরে ২৩৯ জন সংবাদকর্মী শহীদ
পরবর্তী নিবন্ধআফগানরা কখনোই দখলদারিত্বের ছায়ায় বাঁচতে চায়নি: আফগান সেনাপ্রধান