নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়লো মডেল মসজিদের ছাদ

0
65

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের ছাদ নির্মাণ শেষ হ‌ওয়ার আগেই ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সরকারি একটি পুকুরের উপর নির্মাণাধীন মডেল মসজিদের কাজ করছে এসএসএল অ্যান্ড আলী (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। হবিগঞ্জ গণপূর্ত বিভাগ এবং ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। এরইমধ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দুইবার ছাদ ধসে পড়েছে।

স্থানীয়রা গণমাধ্যমকে বলেছে, দেশের অন্যান্য এলাকায় মসজিদের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়ে গেছে। অথচ বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কচ্ছপ গতিতে চলছে কাজ। ইতিমধ্যে দুইবার ছাদ ধসে পড়েছে। এ যেনো দেখার কেউই নেই।


তথ্যসূত্র:
১.নির্মাণ শেষের আগেই ধসে পড়লো মডেল মসজিদের ছাদ
-https://tinyurl.com/mr4ywy3f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় পিস্তলসহ যুবদল নেতা আটক
পরবর্তী নিবন্ধসরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে গুদামঘর বানিয়েছে বিএনপি নেতা