
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও ভবন দখল করে গুদামঘর করেছেন বিএনপি খোকন শেখ। সে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
সরেজমিনে গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরকাচিয়া গ্রামের দ.পূ. চরকাচিয়া এস. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ, পুরাতন ভবন ও নতুন ভবনের একাংশ দখল করেছে খোকন শেখ ও তার পরিবার। সেখানে সয়াবিনের গুদামঘর হিসেবে ব্যবহার করছে তারা। পাশাপাশি বিদ্যালয়ের জমির একাংশ দখল করে নিজ বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করছে। এছাড়া বিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় দুটি হার্ভেস্টার মেশিন রেখেছে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের ছেলে রুবেল শেখ।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করে বলেছে, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই খোকন শেখ পরিবার বিভিন্নভাবে জমি দখল করে ব্যবহার করছে। পুরাতন ভবনকে গুদামঘর বানানো থেকে শুরু করে নতুন ভবনের অংশও দখলে নিয়েছে তারা। আইনকানুন বা বিচার–শালিশির তোয়াক্কা না করে রাজনৈতিক দলের প্রভাব ব্যবহার করে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র:
১.সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে বিএনপি নেতার গুদামঘর
-https://tinyurl.com/5yzhtz9r


