পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপে চীন, পাকিস্তান ও ইমারতে ইসলামিয়া

0
129

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান ও ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যকার ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপ। উক্ত সংলাপে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকসমূহের ফলাফল পর্যালোচনা করা হয়। এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও ট্রানজিট খাতে সহযোগিতা জোরদার করতে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে নাগরিকদের কল্যাণে আঞ্চলিক সহযোগিতার সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, ইমারতে ইসলামিয়া সরকার পুনপ্রতিষ্ঠার পর একটি অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে যাচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হল আফগানিস্তানকে আঞ্চলিক সংযোগের ট্রানজিট করিডোর হিসেবে রূপান্তরিত করা। আফগানিস্তান নিরাপত্তার জন্য হুমকি- এই ধরনের রাজনৈতিক বয়ান হতে বিরত হতে তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত ৪ বছরে বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক প্রকল্পসমূহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইমারতে ইসলামিয়া, যা সরকারের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। ৩টি দেশের প্রবল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে যা যথাযথভাবে কাজে লাগানো উচিত বলে তিনি মন্তব্য করেন।

অপরদিকে আফগান-চীন সম্পর্কে ক্রমোন্নতি ও একাধিক ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত হয়েছে বলে তুলে ধরে চীনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি মোক্ষম সুযোগ হিসেবে উক্ত বৈঠক আয়োজনের প্রশংসা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী।

ভিডিও লিংক:
https://x.com/Alemarahenglish/status/1958463954465833090


তথ্যসূত্র:
1. Sixth Trilateral Foreign Ministers’ Dialogue between Afghanistan, China & Pakistan Held in Kabul
– https://tinyurl.com/pbactxh9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: বায়তুল মোকাররম খতিব
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু বাহিনীর উপর মুজাহিদদের ভারী অ্যাম্বুশ: হতাহত কয়েক ডজন শত্রু সেনা