পাকিস্তানে শত্রু বাহিনীর উপর মুজাহিদদের ভারী অ্যাম্বুশ: হতাহত কয়েক ডজন শত্রু সেনা

0
187

পাকিস্তানের বান্নু জেলায় শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা। এতে কয়েক ডজন শত্রু সেনা হতাহতের শিকার হয়েছে।

প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) এর জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, গত ২২ আগস্ট, বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাতে, বান্নু জেলার জানি খেইল এলাকার ওয়ালি নূর পোস্টে একটি অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। অভিযানটি পোস্টে সদ্য মোতায়েন করা সেনাবাহিনীকে সাহায্য করার জন্য আগত একটি দলের উপর চালানো হয়েছিল। এসময় মুজাহিদিনরা স্নাইপার বন্দুক, জিএল (গ্রেনেড লঞ্চার) এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে শত্রু সেনাবাহিনীকে টার্গেট করে তীব্র আক্রমণ চালাতে শুরু করেন। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা কার্যত সামরিক পোস্টে অবরুদ্ধ হয়ে পড়ে।

শত্রু বাহিনী মুজাহিদদের এই অবরোধ ভাঙতে, ২২ আগস্ট শুক্রবার দুপুর ১টার দিকে, মুজাহিদদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। এতে উক্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ও মুজাহিদদের মধ্যে দ্বিতীয় দিনের মতো ভারী লড়াই শুরু হয়। উভয় বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি এই লড়াই শুক্রবার সন্ধ্যার পরেও চলমান থাকে।

আইএমপি মুখপাত্র প্রাথমিক এক বিবৃতিতে নিশ্চিত করেন যে, এদিন বিকাল পর্যন্ত পাল্টাপাল্টি এই লড়াইয়ের সময় মুজাহিদদের হামলায় শত্রু সেনাবাহিনীর অন্তত ১৬ সেনা সদস্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। মুখপাত্র জানান, সন্ধ্যার পরেও উভয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলমান ছিলো, তবে এসময় আরও কত সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত করা হয় নি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3zx8hrdr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপে চীন, পাকিস্তান ও ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || আসামে মসজিদে বুলডোজার চালালো হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন