দামেস্কের দক্ষিণে বর্বর ইসরায়েলি ড্রোন হামলা, সিরিয়ার ৬ সেনা কর্মকর্তা নিহত

0
103

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্র–নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভি এ খবর জানিয়েছে।

দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা আগ্রাসনের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর এক দিন পর এ হামলা ও হতাহতের ঘটনা ঘটল।

সিরিয়ার সংবাদমাধ্যমটি ২৭ আগস্ট, বুধবার দিনের শুরুতে জানায়, দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হেনেছে।

গত ডিসেম্বের সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল–আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর পর থেকে সিরিয়াজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েক শ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।

সেই সঙ্গে সিরিয়ার গোলান মালভূমির ‘অসামরিক বাফার জোন’ নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের দখল অভিযান আরও বিস্তৃত করেছে দখলদার ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েলিরা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে সই করা চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার জানায়, মাউন্ট হারমন পাহাড়ের আশপাশে দেশটির সীমান্তের ভেতরে অবস্থিত একটি এলাকা দখলে নেওয়ার জন্য ৬০ জন সেনার একটি দল পাঠিয়েছে দখলদার ইসরায়েল। জায়গাটি সিরিয়া–লেবাননের সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়ার পাশে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েল তাদের ‘সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এ জন্য দেশটি অসামরিক বা সমঝোতার মাধ্যমে নিরস্ত্র রাখা হয়েছে—এমন এলাকাগুলোয় গোয়েন্দা ও সামরিক স্থাপনা বানাচ্ছে।

৩১টি আরব ও ইসলামিক দেশের জোট এবং আরব লিগ জানিয়েছে, ইসরায়েলের এমন অবস্থান আন্তর্জাতিক আইন আর স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী একটি ভয়ংকর ও বিপজ্জনক পদক্ষেপ।


তথ্যসূত্র:
1. 6 Syrian soldiers killed in Israeli drone strikes near Damascus
– https://tinyurl.com/587z78s6
2. Syrian state TV reports 6 soldiers killed in Israeli drone strike near Damascus
– https://tinyurl.com/4jdx3akb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরিমান্ডে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ফ্যাসিস্টের হয়ে নানা অপকর্মের প্রমাণ মিলছে
পরবর্তী নিবন্ধ‘প্রোপাগান্ডার হাতিয়ার’ রয়টার্সকে বিশ্বাসঘাতক বলে পদত্যাগ সাংবাদিকের