‘প্রোপাগান্ডার হাতিয়ার’ রয়টার্সকে বিশ্বাসঘাতক বলে পদত্যাগ সাংবাদিকের

0
116

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন করলেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালারি জিঙ্ক। গাজার সাংবাদিকদের হত্যাকাণ্ডে রয়টার্সের ভূমিকা ও তাদের ভুলভাবে সাজানো খবর প্রচারের মাধ্যমে ইসরায়েলি বর্ণনাকে বৈধতা দেওয়ার অভিযোগে তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

পদত্যাগ ঘোষণার সময় ভ্যালারি তার রয়টার্স প্রেস কার্ড ছিঁড়ে ফেলে প্রতীকী প্রতিবাদ জানান। তিনি বলেন, রয়টার্স আজ একটি সংবাদ সংস্থা নয় বরং প্রোপাগান্ডার কনভেয়ার বেল্টে পরিণত হয়েছে, যা সাংবাদিকদের মৃত্যুর পথ সুগম করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভ্যালারি লিখেছেন- গাজার সাংবাদিকদের পরিকল্পিত হত্যাকে সমর্থন ও বৈধতা দেওয়ায় রয়টার্সের সঙ্গে আর কাজ চালিয়ে যাওয়া আমার কাছে অসম্ভব হয়ে উঠেছে। তিনি আরও জানান, প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো ইসরায়েলি যুদ্ধাপরাধ ঢাকতে কাজ করছে।

ভ্যালারি বিশেষভাবে উল্লেখ করেন- গাজার নাসের হাসপাতালে তথাকথিত “ডাবল-ট্যাপ” হামলায় অন্তত ছয় সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্সের নিজস্ব ক্যামেরাম্যান হোসাম আল-মাসরিও ছিলেন। এই ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

ভ্যালারি আরও উল্লেখ করেন যে, রয়টার্সের ইসরায়েলি প্রচারণা চালানোর এই প্রবণতা তাদের নিজেদের সাংবাদিকদেরও ইসরায়েলের গণহত্যা থেকে রক্ষা করতে পারেনি। তিনি গাজার সাংবাদিকদের সাহসিকতার কথা স্মরণ করে বলেন, গাজার সাংবাদিকদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানানোর পথ কী, তা আমি জানি না। তবে ভবিষ্যতে আমি আমার সমস্ত অবদান সেই কথা মাথায় রেখেই উৎসর্গ করব। ফিলিস্তিনে আমার সহকর্মীদের কাছে আমি অন্তত এতটা ঋণী।

রয়টার্স ও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো ইসরায়েলের সম্পূর্ণ ভিত্তিহীন দাবি যাচাই না করেই প্রচার করেছে। এর ফলে আল-শরিফ নামের এক স্থানীয় সাংবাদিককেও হামাস-সংশ্লিষ্ট বলে উপস্থাপন করা হয়। তার মতে, এটি সাংবাদিক হত্যাকে বৈধতা দেওয়ার এক বিপজ্জনক কৌশল।

সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা মাত্র দুই বছরে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, যুগোস্লাভিয়া ও ইউক্রেনের যুদ্ধ মিলিয়ে নিহত সাংবাদিকের সংখ্যাকে ছাড়িয়েছে। তিনি বলেন, আল-শরীফের পুলিৎজার পুরস্কার জয়ী কাজের পরও রয়টার্স তার সুরক্ষা নিশ্চিত করেনি এবং ইসরায়েলি হুমকির পরও তার পাশে দাঁড়ায়নি।

পদত্যাগের ঘোষণায় জিঙ্ক বলেন, “গত আট বছরে রয়টার্সে আমার কাজ মূল্যবান ছিল, কিন্তু এখন শুধু লজ্জা ও শোক অনুভব করছি। আমার সব অবদান আমি গাজার সাহসী সাংবাদিকদের জন্য উৎসর্গ করব।”


তথ্যসূত্র:
1. Photojournalist resigns from Reuters over its ‘betrayal of journalists’ in Gaza
– https://tinyurl.com/vdcerxc2
2. Reuters photographer resigns, accusing agency of ‘enabling’ killing of Palestinian journalists
-https://tinyurl.com/bp6y7han

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদামেস্কের দক্ষিণে বর্বর ইসরায়েলি ড্রোন হামলা, সিরিয়ার ৬ সেনা কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধবিদেশি শক্তি দেশ ধ্বংস করতে আমাদেরকে মদদ যুগিয়েছিল: সাবেক তালিবান বিরোধীদের স্বীকারোক্তি