
আফগানিস্তানে তালিবান বিরোধী প্রাক্তন ২ জন নেতা ও পূর্ববর্তী প্রশাসনের সাবেক ২ জন সেনাসদস্য সম্প্রতি নিজ দেশে ফিরে এসেছে। ৪ বছর পূর্বে ইমারতে ইসলামিয়া সরকার বিজয়ের সময় তারা দেশ ছেড়ে পালিয়েছিল।
ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা সেই সময় অস্ত্র তুলে নিয়েছিল। তবে তারা আজ বাস্তবতা অনুধাবনে সক্ষম হয়েছে, নিজেদের ভুল বুঝতে পেরে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। তারা স্বীকার করেছে যে, বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে দেশে অশান্তি তৈরিতে তারা কাজ করেছিল।
ফিরে আসা এই ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন ইমারতে ইসলামিয়ার পাঞ্জশির প্রদেশের গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ। তিনি বলেন, তাদেরকে আর অতীতের দিকে ফিরে তাকাতে হবে না। তাদেরকে কোনও ধরনের হয়রানি করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। পুনরায় স্বদেশে ফিরে আসায় তিনি তাদেরকে সাধুবাদ জানান।
ফিরে আসা একজন নেতা তার অন্যান্য সহকর্মী তরুণদের বিদেশি প্রভুদের প্রভাব থেকে মুক্ত হয়ে মাতৃভূমিতে ফিরে আসার আহ্বান জানায়।
বিগত ৩ মাসে ২৫০ জনে জনের অধিক ব্যক্তি পাঞ্জশির প্রদেশে ফিরে এসেছেন। এদের অধিকাংশই হল প্রাক্তন সামরিক সদস্য।
উল্লেখ্য যে, বিদেশি গোয়েন্দা সংস্থার মদদে এখনও অনেকেই আফগানিস্তানকে অস্থিতিশীল করার কাজে জড়িত। তবে জাতি গঠনে ঐক্যবদ্ধ হতে ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সরকারের পাশা দাঁড়াতে তাদেরকে আহ্বান জানিয়ে আসছে ইমারতে ইসলামিয়া।
তথ্যসূত্র:
1. Foreigners encouraged us into destroying our country
– https://tinyurl.com/4sky5dp4/



আলহামদুলিল্লাহ এভাবেই কোন একদিন খিলাফাহ কায়েম হবে ইনশাআল্লাহ