
গাজায় জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের ৭০০ দিন পরেও বীরত্বের সাথে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পবিত্র ভূমি আল-আকসার বীর মুজাহিদিনরা। ফলে নতুন করে জায়োনিস্ট বাহিনীর আরও ৩টি ৩টি মেরকাভা ট্যাংক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আল-কাসসাম ব্রিগেড গত ৬ সেপ্টেম্বর শনিবার, আল-জাজিরাকে জানিয়েছেন যে, গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার পর আল-কাসসাম ব্রিগেডের একদল মুজাহিদ নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছেন। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর, এই মুজাহিদিনরা নিশ্চিত করেছেন, তাঁরা গত ৩১ আগস্ট রবিবার গাজা শহরের আল-জায়তুন এলাকার দক্ষিণে সালাহউদ্দিন মসজিদ এবং আল-জায়তুন ক্লিনিকের আশেপাশে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি অ্যাম্বুশ পরিচালনা করেছেন। এসময় মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর ৩টি মেরকাভা ট্যাংকেও সফল লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।
আল-কাসসাম ব্রিগেড অন্য একটি বিবৃতি উল্লেখ করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৬ সেপ্টেম্বর শনিবার সকালে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস একটি সফল আক্রমণ চালিয়েছেন। মুজাহিদিনরা শহরের উত্তরে সাত্তার আল-ঘারবি এলাকার আল-মুহান্দিস এরিয়ার কাছে জায়োনিস্ট সৈন্য এবং যানবাহনের একটি সমাবেশ লক্ষ্য করে মর্টার দিয়ে গোলাবর্ষণের মাধ্যমে আক্রমণটি চালিয়েছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/26cmdvyz


