
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে শহীদের সংখ্যা কমপক্ষে ৬৪ হাজারেরও বেশি ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জনে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজা শহর দখলের জন্য হামলা আরও তীব্র করেছে, যেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করেন।
আনাদোলুর তথ্যমতে, পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণে দুটি পরিবারের অন্তত ১৫ জন শহীদ হয়েছেন। পশ্চিম গাজা শহরের টিবা-২ আবাসিক ভবনে ইসরায়েলি বোমাবর্ষণে আরও দুজন শহীদ হন।
এদিকে, ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ড্রোন হামলায় আরও পাঁচজন শহীদ হয়েছেন।
এছাড়াও ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে ২০১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৯৮ জনই শিশু।
তথ্যসূত্র:
1. Updates: Israel kills 72 in Gaza, Qatar forms ‘collective response’
– https://tinyurl.com/52s3du7h


