নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করলো বিএসএফ

0
33

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

১৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস-এর কাছে দিয়ে বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির একটি টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে একটি চা দোকানের কাছে তাদের খুঁজে পায় এবং আটক করে।

আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের আদি নিবাস পাবনা জেলায়।


তথ্যসূত্র:
১. নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করলো বিএসএফ
– https://tinyurl.com/ywmusv94

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজর্ডান সীমান্তে প্রতিরোধের মুখে জায়োনিস্ট বাহিনী: নিহত ২ দখলদার সৈন্য
পরবর্তী নিবন্ধআল-কাসসাম ব্রিগেড: গাজা হবে ইসরায়েলি সৈন্যদের জন্য সমাধিস্থল