নিজামপুর কলেজ এলাকায় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ০৫

0
41

চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, রোববার সকালে নিজামপুর কলেজের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে আনার জেরে বিকেলে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সন্ধ্যায় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় রকেট লঞ্চার দিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল চৌধুরী গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।


তথ্যসূত্র:
১. মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫
-https://tinyurl.com/3mmf5ydy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ঢলে এক বছর আগে ভেসে গেছে ব্রিজ, ভোগান্তিতে দশ গ্রামের কয়েক হাজার মানুষ
পরবর্তী নিবন্ধমোগাদিশু ও কেনিয়ায় ৪টি শত্রু ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদিনের সফল অভিযান