
গাজায় যুদ্ধক্ষেত্রে অদম্য সাহসীকতা আর বীরত্বের সাথে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন মুজাহিদিনরা। এতে প্রতিনিয়ত হতাহত ও যান্ত্রিক ক্ষতির শিকার হচ্ছে দখলদার বাহিনী।
সেই ধারাবাহিকতায় গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর, আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্ব গাজায় জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সক্রিয় প্রতিরোধ দলগুলো নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে নতুন করে অন্তত ৮টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা অভিযানগুলো গাজা সিটির শেখ রাদওয়ানে ৪টি, খান ইউনিসে ২টি এবং তাল আল-হাওয়ায় ২টি পরিচালনা করেছেন।
প্রতিরোধ যোদ্ধাদের এসকল বীরত্বপূর্ণ অভিযানের জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংক, ৫টি বুলডোজার এবং ১টি এপিসি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এসময় মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তু সামরিক যানবাহনগুলোতে থাকা অসংখ্য দখলদার সৈন্য হতাহতের শিকার হয়েছে, যাদের দেহ পরিবহনে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে অবতরণ করেছিল।


