
ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতা ও অত্যাচারের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আল-কাসসাম ব্রিগেডস তাদের সর্বশেষ অপারেশনে ইসরায়েলি দখলদার বাহিনীর এক সেনাকে গুলি করে হত্যা করেছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে, হামাসের স্নাইপার হামলায় তাদের আরেক তরুণ সেনা নিহত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সামরিক সরঞ্জাম সত্ত্বেও শহুরে প্রতিরোধ যুদ্ধে দখলদার বাহিনী ক্রমেই অরক্ষিত হয়ে পড়ছে।
নিহত সেনার নাম স্টাফ-সার্জেন্ট চালাচেও শিমন ডেমালাশ (২১)। সে দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভা শহরের বাসিন্দা ছিল এবং নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল। স্থানীয় সংবাদপত্র মারিভ-এর বরাতে বলা হয়েছে, সে শেখ রাদওয়ান এলাকার এক সুরক্ষিত আউটপোস্টে পাহারায় ছিল। এ সময় হামাসের এক স্নাইপার হঠাৎ গুলি চালালে গুরুতর আহত হয়। মেডিকেল টিম ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর অন্যান্য সৈন্যরা ইসরায়েলি বিমানবাহিনীর সহায়তায় স্নাইপারকে খুঁজে বের করার অভিযান চালায়। তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আইডিএফের হিসাব অনুযায়ী, ডেমালাশের মৃত্যুর ফলে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১২ জনে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।
এর আগে গত সপ্তাহেই মেজর শাহার নেতানেল বোজাগলো (২৭) গাজার একটি স্থল অভিযানে নিহত হয়। সে আর্মার্ড কর্পসের ৭৭তম ব্যাটালিয়নে কর্মরত ছিল। এছাড়া রাফাহ এলাকায় একটি হ্যামার সামরিক যান আইইডি বিস্ফোরণে উল্টে গেলে চারজন লেফটেন্যান্ট নিহত এবং তিনজন সৈন্য আহত হয়। নিহতদের মধ্যে ছিল লেফটেন্যান্ট রন এরিয়েলি, লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইৎঝাক ও লেফটেন্যান্ট এরান শেলেম। এক সপ্তাহে এই ধারাবাহিক প্রাণহানি ইঙ্গিত দিচ্ছে—গাজার সংকীর্ণ অলিগলি ও অপ্রচলিত যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনারা প্রতিনিয়তই ভয়াবহ আঘাতের মুখোমুখি হচ্ছে।
গাজায় শিমন ডেমালাশের মৃত্যু দখলদার ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির আরেকটি দৃষ্টান্ত। আকাশশক্তি, ট্যাংক ও সর্বাধুনিক অস্ত্র ব্যবহারের পরও শহুরে প্রতিরোধ যুদ্ধে দখলদারদের বারবার ব্যর্থতার স্বাদ পেতে হচ্ছে। প্রতিটি অলিগলি যেন পরিণত হয়েছে অদৃশ্য যুদ্ধক্ষেত্রে, প্রতিরোধযোদ্ধাদের কৌশলী আক্রমণ দখলদার বাহিনীকে অস্থির করে তুলছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—গাজার মাটিতে আগ্রাসন চালিয়ে যাওয়া দুর্বৃত্ত ইসরায়েলের জন্য এক রক্তক্ষয়ী ও ব্যর্থ কৌশল ছাড়া আর কিছু নয়।
তথ্যসূত্র:
1.IDF combat soldier Chalachew Shimon Demalash killed by sniper fire in Gaza City fighting
– https://tinyurl.com/5ywwy94k
2. IDF soldier killed in Hamas sniper attack on Gaza City guard post
– https://tinyurl.com/59treuzu


