২টি ফ্রন্টে ইত্তেহাদুল মুজাহিদিনের সফল অভিযানে অন্তত ৪ শত্রু সৈন্য হতাহত

0
133

পাকিস্তানের খাইবার এজেন্সি এবং উত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) ২টি পৃথক অভিযানে অন্তত ২ শত্রু সেনা নিহত এবং আরও ২ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, গত ২৬শে সেপ্টেম্বর রাত ৮টায়, মুজাহিদিনরা খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা উক্ত এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর একটি ফাঁড়িতে লেজার বন্দুক ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে ঘটনাস্থলেই এক শত্রু সৈন্য নিহত হয়।

এমনিভাবে ২৭ সেপ্টেম্বর, সকাল ৯টায়, মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী সীমান্তে একটি অভিযান পরিচালনা করেন। সীমান্ত অঞ্চলটির নোরাক এলাকায় শত্রু সেনাবাহিনীর একটি পদাতিক টহল দলকে টার্গেট করে মুজাহিদিনরা আক্রমণটি চালান। মুজাহিদদের এই আক্রমণের ফলে শত্রু বাহিনীর এক সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হয় এবং দুই সদস্য আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/y7rm7zbk
– https://tinyurl.com/mrxu3jrn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরক্তের ওপর দাঁড়িয়ে কর্পোরেট সাম্রাজ্য: ইসরায়েলের গণহত্যায় সহযোগী ১৫৮ কোম্পানি
পরবর্তী নিবন্ধহিন্দুত্ববাদী আগ্রাসন: মুসলিম বোনদের ইজ্জতের ওপর প্রকাশ্য হামলা