খাইবার, ওয়াজিরিস্তান ও বান্নুতে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের পৃথক তিনটি হামলায় দুই আইএসআই সদস্য নিহত

0
131

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদরা ৫ অক্টোবর (রবিবার) পাকিস্তানের বান্নু জেলায় শত্রু বাহিনীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেন।

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)- এর মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, ৫ অক্টোবর ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদরা আইএসআই সদস্যকে লক্ষ্য করে একটি অতর্কিত আক্রমণ চালান। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনরা বকাখেল তাবলিগি মারকাজের নিকট গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সুবেদার মেজর ইরফান হাত্তাককে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করে। মুজাহিদদের দুর্দান্ত আক্রমণে ঘটনাস্থলেই ইরফান হাত্তাক নিহত হয় বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র। উক্ত হামলায় তার এক সহযোগীও প্রাণ হারায়।

এদিকে ৪ অক্টোবর (শনিবার), বিকেল ২টা ১০ মিনিটে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি তহসিলের করমকোট এলাকায় মিরানশাহ থেকে বান্নু অভিমুখে যাওয়া শত্রু বাহিনীর সামরিক বহরে শক্তিশালী হামলা চালায় ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)-এর মুজাহিদিনরা। উক্ত অভিযানে শত্রু বাহিনীর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি ও শত্রু বাহিনীর মধ্যে আহত হ‌ওয়ার ঘটনা ঘটে।

৪ অক্টোবর, (শনিবার) ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)- এর মুজাহিদরা দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার লানদাওয়ার এলাকায় অবস্থিত বাদাম সার পোস্টে। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) কর্তৃক বিবৃতিতে জানানো হয়, উক্ত হামলায় মুজাহিদরা আধুনিক লেজার বন্দুক ব্যবহার করে শত্রু বাহিনীর একটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস করেন।


তথ্যসূত্র:
https://tinyurl.com/2bf3fecr
https://tinyurl.com/nrzexbkf
https://tinyurl.com/wp9463mc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে বাস্তবায়নের জন্য ৫৮৭টি নগর পরিকল্পনা প্রস্তুত করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধ‘ধর্মীয় দাঙ্গা লাগাতে’ ৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, ইন্ধন ছিল কিছু বুদ্ধিজীবীর: স্বরাষ্ট্র উপদেষ্টা