স্বাধীন ও সার্বভৌম আফগানিস্তান কখনও বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয় নি: মস্কো সভায় তালিবান পররাষ্ট্রমন্ত্রী

0
120

গত ৭ অক্টোবর ৭ম মস্কো ফরম্যাট বৈঠকে একত্রিত হয়েছেন আফগানিস্তানসহ আঞ্চলিক ১১টি দেশের প্রতিনিধিবৃন্দ। বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তারা কখনও কোন ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয় নি। এটি ইমারতে ইসলামিয়া সরকারের সিদ্ধান্ত ও নীতি। আমরা এই অঞ্চল ও বিশ্বের সকল দেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই।

ইমারতে ইসলামিয়া সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং মস্কো ফরম্যাটে অফিসিয়াল সদস্য হিসেবে তালিবান প্রতিনিধিকে গ্রহণ করে নেয়ার জন্য তিনি রাশিয়া কর্তৃপক্ষের প্রশংসা করেন। এটি রাশিয়া সরকারের সাহসী পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। শীঘ্রই অন্যান্য দেশ ইমারতে ইসলামিয়া সরকারকে স্বীকৃতি দেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আফগানিস্তান সম্পর্কে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর মতামত অত্যন্ত ইতিবাচক। আফগানিস্তানের সাথে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সকলের ঐকমত্য রয়েছে।

বিগত ৪ বছরের তালিবান শাসনামলে এটা প্রমাণ হয়েছে যে, বর্তমান আফগানিস্তান ঐক্যবদ্ধ এবং এখানে একটি সফল সরকার রয়েছে। এই ৪ বছরে আফগান ভূমিতে এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা এই অঞ্চল বা এর বাইরে অন্যান্য দেশগুলোর জন্য হুমকি হতে পারে।

মুত্তাকি হাফিযাহুল্লাহ জোর দিয়ে বলেন, আফগানিস্তানে এখন আর মাদক চাষ হচ্ছে না। এখানে দায়েশ বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি নেই। তিনি বলেন, আফগানিস্তানের মতো অন্যান্য দেশে মাদক চাষ বন্ধ করতে আমরা একসাথে কাজ করতে চাই। এছাড়া দায়েশ ও অন্যান্য হুমকির বিরুদ্ধে আমরা যৌথভাবে সহযোগিতা করে যেতে চাই।


তথ্যসূত্র:
1. Afghanistan free and sovereign, will not accept foreign military presence: Muttaqi
– https://tinyurl.com/4udd3nft

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ শাবাব মুজাহিদিনের অতর্কিত অভিযানে কমপক্ষে ২ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধট্রাম্পের বোমা বর্ষণে নিষেধাজ্ঞার পরও গাজায় ২৩০ বার বিমান হামলা চালালো ইসরায়েল, শহীদ ১১৮ ফিলিস্তিনি