ট্রাম্পের বোমা বর্ষণে নিষেধাজ্ঞার পরও গাজায় ২৩০ বার বিমান হামলা চালালো ইসরায়েল, শহীদ ১১৮ ফিলিস্তিনি

0
72

যুদ্ধবিরতি প্রস্তাব সত্ত্বেও গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের বোমাবর্ষণ যেন থামছেই না। গাজায় টানা বিমান হামলায় গত ৪ অক্টোবর, শনিবার থেকে অন্তত ১১৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে দেশটির গভর্নমেন্ট মিডিয়া অফিস।

তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় ২৩০টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই। এর মধ্যে শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন।

স্থানীয় সূত্র জানায়, হামলায় অন্তত ডজনখানেক পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে, যাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন অব্যাহত রেখেছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেওয়া সত্ত্বেও এই হামলা চালানো হচ্ছে।’

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে আহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী ও বিদ্যুতের তীব্র সংকট তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli attacks kill 118 people in Gaza since Saturday
– https://tinyurl.com/5n6fkpw7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন ও সার্বভৌম আফগানিস্তান কখনও বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয় নি: মস্কো সভায় তালিবান পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধযাদের অর্থ-অস্ত্রে বছরের পর বছর ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েল